‘নগর বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা একটি চ্যালেঞ্জ। খুলনা মহানগরীতে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি চালু হলে বর্জ্য থেকে বিদ্যুৎ, ডিজেল ও কম্পোস্ট সার তৈরী করা সম্ভব হবে।’
খুলনা মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে বাস্তবায়নাধীন প্রকল্প বিষয়ে এক পর্যালোচনা সভায় এসব কথা বলেন, কেসিসি’র প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে কমিশনারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এলজিইডি’র অধীনে খুলনা সিটি কর্পোরেশনের দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে কেসিসি’র শলুয়া ল্যান্ডফিলে ৫৫ কোটি টাকা ব্যয়ে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট নির্মাণের কাজ চলমান আছে। ইতোমধ্যে প্রকল্পের ৫৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরের জুনে প্রকল্পের কাজ সমাপ্ত হবে বলে আশা করা যাচ্ছে। প্লান্টটি চালু হলে দৈনিক ৩৭৫ টন বর্জ্য রিসাইকিং-এর মাধ্যমে ডিজেল, বিদ্যুৎ ও কম্পোস্ট সার উৎপাদন করা সম্ভব হবে।
কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, প্রজেক্ট ডাইরেক্টর মো: হামিদুল হক, ওয়েস্ট কনসার্ণ কনসালট্যান্ট-এর ম্যানেজিং পার্টনার আবু হাসনাত মো: মাকসুদ সিনহা ও ইফতেখার এনায়েত উল্লাহ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টিএ
The post বর্জ্য থেকে বিদ্যুৎ, ডিজেল ও কম্পোস্ট সার তৈরী করা সম্ভব : বিভাগীয় কমিশনার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024