৮ জানুয়ারি: চট্টগ্রাম দক্ষিণ জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গঠন করার লক্ষ্যে একমত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪টায় নগরীর চৌমুহনী মোরে ওয়ালি মেনশন এ খেলো বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয়তাবাদী আদর্শের দক্ষিণ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সভায় সৌদি প্রবাসী পূর্বাঞ্চল আলহাসা প্রদেশের সাবেক যুবদল সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, আলহাসা প্রদেশ বিএনপির কারানির্যাতিত সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাইফুল ইসলাম, মোঃ মহসিন, হাসানসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আলোচনায় উঠে আসে, দক্ষিণ জেলায় একটি শক্তিশালী এবং সুন্দর আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গঠন করার প্রয়োজনীয়তা ও কৌশল। অংশগ্রহণকারীরা পরিষদ গঠন ও এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখযোগ্য যে, এই ধরনের ক্রীড়া পরিষদ গঠন দক্ষিণ জেলায় যুবসমাজের শারীরিক ও মানসিক উন্নতির পাশাপাশি ক্রীড়া প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদী।
The post চট্টগ্রাম দক্ষিণ জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ গঠন করার লক্ষ্যে একমত মতবিনিময় সভা appeared first on Ctg Times.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024