2:20 pm, Thursday, 9 January 2025

ফাহমিদা-আফিয়ার ব্যাটে সিরিজ টিকিয়ে রাখল বাংলাদেশ

চার ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরেছে বাংলাদেশ। কিন্তু তৃতীয় টি-টোয়িন্টিতে জয় পেয়েছে তারা। কলম্বোতে আজ এই ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে লঙ্কান মেয়েরা। এই রান ২ বল হাতে রেখে তাড়া করে ফেলে বাংলাদেশ। চার ম্যাচ সিরিজে প্রথম জয় পেল তারা। ২-১ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। একই মাঠে আগামী বৃহস্পতিবার শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। ভালো কোনো জুটি গড়তে পারেনি তারা। তবে শেষদিকে হিরুনি হানসিকা ও শাশিনি গিমহানির ২১ বলে ৩৬ রানের জুটিতে একশ পার করে দলটি। হানসিকা ১৯ বলে ২৪ ও গিমহানি ৭ বলে ১৪ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আনিসা আক্তার সুবহা। এছাড়া নিশিতা আক্তার, ফাহমিদা, জান্নাতুল মাওয়ারাও দারুণ বোলিং করেন।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই বলেই উইকেট হারায় বাংলাদেশ। পরপর ফেরেন মোসাম্মত ঈভা ও সুমাইয়া আক্তার সুবর্ণা। এই চাপ সামলে তৃতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়েন সাদিয়া ইসলাম ও ফাহমিদা ছোঁয়া। ২৮ বলে ২৪ রান করে সাদিয়া ফিরলে ভাঙে এ জুটি। তবে লড়তে থাকেন ফাহমিদা। ৪২ রান করে ফেরেন তিনি।

এরপর ১৩ রান করে সুমাইয়া ফিরলে বাকি কাজটা শেষ করেন ফাহমিদা। ১৮ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

The post ফাহমিদা-আফিয়ার ব্যাটে সিরিজ টিকিয়ে রাখল বাংলাদেশ appeared first on Bangladesher Khela.

Tag :

ফাহমিদা-আফিয়ার ব্যাটে সিরিজ টিকিয়ে রাখল বাংলাদেশ

Update Time : 11:11:08 pm, Wednesday, 8 January 2025

চার ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরেছে বাংলাদেশ। কিন্তু তৃতীয় টি-টোয়িন্টিতে জয় পেয়েছে তারা। কলম্বোতে আজ এই ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে লঙ্কান মেয়েরা। এই রান ২ বল হাতে রেখে তাড়া করে ফেলে বাংলাদেশ। চার ম্যাচ সিরিজে প্রথম জয় পেল তারা। ২-১ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। একই মাঠে আগামী বৃহস্পতিবার শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা। ভালো কোনো জুটি গড়তে পারেনি তারা। তবে শেষদিকে হিরুনি হানসিকা ও শাশিনি গিমহানির ২১ বলে ৩৬ রানের জুটিতে একশ পার করে দলটি। হানসিকা ১৯ বলে ২৪ ও গিমহানি ৭ বলে ১৪ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন আনিসা আক্তার সুবহা। এছাড়া নিশিতা আক্তার, ফাহমিদা, জান্নাতুল মাওয়ারাও দারুণ বোলিং করেন।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই বলেই উইকেট হারায় বাংলাদেশ। পরপর ফেরেন মোসাম্মত ঈভা ও সুমাইয়া আক্তার সুবর্ণা। এই চাপ সামলে তৃতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়েন সাদিয়া ইসলাম ও ফাহমিদা ছোঁয়া। ২৮ বলে ২৪ রান করে সাদিয়া ফিরলে ভাঙে এ জুটি। তবে লড়তে থাকেন ফাহমিদা। ৪২ রান করে ফেরেন তিনি।

এরপর ১৩ রান করে সুমাইয়া ফিরলে বাকি কাজটা শেষ করেন ফাহমিদা। ১৮ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

The post ফাহমিদা-আফিয়ার ব্যাটে সিরিজ টিকিয়ে রাখল বাংলাদেশ appeared first on Bangladesher Khela.