স্টাফ রিপোর্টার: শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার আবু সুফিয়ান।
বুধবার দুপুরে আরএমপির সদর দপ্তরের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের ব্যাপারে শিক্ষকদের আরও বেশি মনোযোগী হতে হবে। স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আরএমপি সবসময় সহায়তা করবে বলেও জানান পুলিশ কমিশনার।
সভায় উপস্থিত ছিলেন, শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য, ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। সভায় স্কুল ও কলেজের উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সোনালী/জগদীশ রবিদাস
The post শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তায় সর্বাত্মক সহযোগিতা করবে পুলিশ: কমিশনার appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024