স্প্যানিশ সুপার কাপে হয়তো খেলার কথা ছিল দানি ওলমোর। কিন্তু স্পেনের শীর্ষ ক্রীড়া আদালতের রায় এসেছে ভীষণ দেরিতে। শেষ পর্যন্ত তাকে ছাড়াই সেমিফাইনালে অ্যাথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা।
আদালতের রায়ে ওলমোকে এখন অস্থায়ীভিত্তিতে খেলাতে পারবে কাতালানরা। একই অবস্থা হয়েছে পাউ ভিক্টরেরও। আদালতের এই ঝামেলা চললেও বার্সা মাঠে নিজেদের ভালো মতোই সামাল দিয়েছে। ১৭ মিনিটে… বিস্তারিত