শ্রীলঙ্কা সফরে স্পিন নির্ভর দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কুপার কনলি। ডাক পেয়েছেন ওপেনার নাথান ম্যাকসুয়েনিও।
নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন। বিশ্রাম পেয়েছেন জশ হ্যাজেলউড। ১৬ সদস্যের দলে জায়গা হয়নি মিচেল মার্শের। ফর্ম নিয়ে সমালোচনার মুখে হয়তো আর বিবেচনাতেই নেই তিনি!
ভারতের বিপক্ষে তিন ম্যাচ পরই বাদ পড়েন ম্যাকসুয়েনি। যে আশায়… বিস্তারিত