আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় তৈরী করা বিপুল পরিমান চোলাই মদ ও গাজাসহ স্বামী-স্ত্রীসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে পুলিশের এসআই সমীর রায়, এএসআই অনুপমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজিহার গ্রামের দর্জিরপার এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার করে বুধবার বিকেলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
গ্রেফতারকৃতরা হলো ওই গ্রামের নিকোলাস সরকারের ছেলে সুশান্ত সরকার (৫০) তার স্ত্রী শ্রাবনী সরকার(৪০), দানিয়েল গাইনের ছেলে জন গাইন (৩৫) শ্যামল মল্লিকের ছেলে পলাশ মল্লিক (২৫) এবং বাকাল গ্রামের নারায়ণ মন্ডলের ছেলে ননী গোপাল মন্ডল (৩৫)।
এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সুশান্ত সরকার তার নিজ বাড়িতে বসে উল্লেখিতদের নিয়ে মদ পান করছিল। পুলিশ অভিযান চালিয়ে মদ্যপ অবস্থায় চারজনকে আটক করে।
পরে সুশান্তর স্ত্রী’র দেখিয়ে দেয়া একটি বাথরুমের পাশ থেকে ড্রাম ভর্তি ৫১ লিটার চোলাই দেশী তৈরী চোলাই মদ উদ্ধার করে। আটক সকলের কাছ থেকে পুলিশ তল্লাশি চালিয়ে একশ দশ গ্রাম গাঁজাও উদ্ধার করে।
এসময় আটক সুশান্ত নিজের জন্য মদ পানের লাইসেন্স থাকার কথা পুলিশকে জানালেও মদ বিক্রির কোন লাইসেন্স না থাকায় তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় অভিযান পরিচালনাকারী এসআই সমীর রায় বাদী হয়ে বুধবার বিকেলে আটক পাঁচ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। পরবর্তি আইনী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী অফিসার এসআই মো. ওমর ফারুক।
The post আগৈলঝাড়ায় চোলাই মদ ও গাঁজাসহ স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৫ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.