নগর প্রতিনিধি:
মহানগর বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু ও সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আকবরের বাসায় হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে হেলমেট-মুখোশধারী দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বুধবার (৮ জানুয়ারি) রাত আটটার দিকে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানিয়েছেন।
সাবেক যুগ্ম সৈয়দ আকবর জানান, ৩০/৪০টি মোটরসাইকেলে হেলমেট ও মাংকি টুপি পরিহিত দুর্বৃত্তরা চাপাতি, রাম-দা ও হকিস্টিক নিয়ে তার বাসায় হামলা করে। তারা বাসার জানালার গ্লাস ভাঙচুর করে পালিয়ে গেছে। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে। আলাপ আলোচনার পর আইনি ব্যবস্থার বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী রুবেল হোসেন বলেন, নাজিরের পোল থেকে অনেকগুলো মোটরসাইকেলে হেলমেট ও মাংকি টুপি পরিহিত কয়েকজন কাউনিয়া প্রধান সড়কে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর খান ভিলা নামের বাসায় হামলা করে। তারা বাসার গেট ও ভিতরে ঢুকে দুটি মোটরসাইকেলও ভাঙচুর করেছে। এ সময় আরও দুটি থ্রি-হুইলারে অজ্ঞাত যুবকরা এসে তাদের সঙ্গে যোগ দেয়। সবাই বিএনপি নেতা লিটুর নাম ধরে গালাগালি করে।
জহিরুল ইসলাম লিটু বলেন, হামলার সময় তার বাসায় থাকায় স্ত্রী ও দুই সন্তান আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হামলার খবর পেয়ে দুই নেতার বাসায় ছুটে যান বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, আলহাজ্ব কেএম শহীদুল্লাহ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু, বিএনপির মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক তারিন, অ্যাডভোকেট সরোয়ার হোসেনসহ নেতৃবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির বলেন, কাপুরুষের মতো হামলা করা হয়েছে। কারা করেছে এটা এখনো নিশ্চিত হয়নি। দলের কোনো লোক যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে নালিশ জানানো হবে। আপাতত দুই নেতাই থানায় অভিযোগ দেবেন।
অপরদিকে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক জানিয়েছেন, তিনি ঢাকায় আছেন। তবে হামলার ঘটনা শুনেছেন। বরিশালে ফিরে তদন্তের পর নিশ্চিত হতে পারবেন কারা হামলা করেছে।
মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা হামলা চালিয়েছে নিশ্চিত করে কারও নাম বলতে পারেনি কেউই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
The post বরিশালে বিএনপির দুই নেতার বাসায় হামলা-ভাঙচুর appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.