সেলিম তালুকদারের বয়স ছিল ৩২ বছর। তিনি ৩২ জুলাই বা ১ আগস্ট শহীদ হন। গত ১৮ জুলাই গুলিবিদ্ধ হওয়ার পর থেকে মৃত্যুর সঙ্গে লড়াই ছিল তার ১৪ দিনের। সেলিমের মাথা, বুক আর পিঠে লেগেছিল ৭৫টি ছররা গুলি। এক্স-রে ও সিটিস্ক্যানে ধরা পড়ে মাথায় ১৮টি ও বুক আর পিঠে ৫৭টি গুলি।
মৃত্যুরহস্য চাপা দিতে পুলিশ মৃত্যু সনদেও কেতাবী বয়ান মেনে নিতে বাধ্য করে পরিবারকে। এমনকি ১ আগস্ট রাজধানীর ধানমণ্ডির পপুলার… বিস্তারিত