ছেলে ব্যাট হাতে ২২ গজে লড়াই করছেন, আর মা টিভির সামনে বসে সেই দৃশ্য দেখছেন। তবে যখনই ছেলে আউট হয়ে যান, কষ্টটা বেশি পান মা। এ কারণে শাহাদাত হোসেন দিপুর মা খেলা দেখতে একটু ভয় পান। সিলেটে দাঁড়িয়ে এমনটাই জানিয়েছেন এই ক্রিকেটার। এক মাস পরে ২৩ বছরে পা দেবেন ডানহাতি ব্যাটার দিপু। এই মুহূর্তে তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে একাদশ বিপিএল খেলছেন। স্বপ্ন রয়েছে সেরা অর্জনগুলো হাতে তুলে নেওয়ার। ২০২০ সালে… বিস্তারিত