চুপ ছিলাম দেখে ভাবিস না জংলি তোদের ভুলে গেছে, জংলি আসছে হুংকার নিয়ে-এমনই এক ধমকি দিয়ে ‘জংলি’ সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টারে হাজির হলেন সিয়াম আহমেদ। যে পোস্টার দেখে ভড়কে যাবেন যে কেউ। রীতিমতো হিংস্রতায় ভরা অন্যরকম লুক!
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ৩টার দিকে অন্তর্জালে প্রকাশ হয় এই স্পেশাল অ্যানাউন্সমেন্ট পোস্টার। এদিন ঘড়ির কাঁটা ৩টার ঘর ছুঁতেই একযোগে ‘জংলি’… বিস্তারিত