ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে গভীর নলকূপের পাশে আম গাছের ডাল থেকে মুদি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার আনুমানিক বেলা ১১ ঘটিকায় উপজেলার বিনাইল ইউনিয়নে শাহজাহানের গভীর নলকূপের পূর্ব পার্শ্বে আম গাছের ডাল থেকে মুদি ব্যবসায়ী মোশাররফ হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করে বিরামপুর থানা পুলিশ। এসময় গভীর নলকূপের পূর্ব পার্শ্বে আম গাছে ঝুলন্ত লাশ ঘিরে শত শত মানুষের অবস্থান।
মৃত মোশাররফ হোসেন (৩৫) বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কল্যাণপুর মৌজার রাধাপুর গ্রামের মৃত আঃ ওয়াজেদ আলীর ছেলে। মৃত মোশাররফ হোসেন পেশায় মুদি ব্যবসায়ী ছিলেন।
রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের দক্ষিনে রাস্তার পাশে তার দোকান।তার দুই মেয়ে সন্তান রয়েছে।
মৃত মোশাররফ হোসেনের মৃত্যু বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য জামাল জানান- বুধবার রাত ৯ টায় খাবার খেয়ে বাহিরে যায় মোশাররফ। বাড়িতে ফিরতে দেরী হওয়ায় রাত আনুমানিক ২ টা পর্যন্ত খোঁজাখুঁজির পর ঘুমিয়ে যান পরিবারের সদস্যরা।পরের দিন বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭ ঘটিকায় শাহজাহানের গভীর নলকূপের পূর্ব পার্শ্বে আম গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তাকে খবর দেন। ইউপি সদস্য জামাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিরামপুর থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।
এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
পোস্টমর্টেম রিপোর্ট আসলে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।