মাহবুবুজ্জামান সেতু,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে গোবিন্দপুর এলাকাবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২৮ টি ঘোড়া অংশগ্রহণ করে।
এসময় ৭নং প্রসাদপুর ইউ’পি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডলের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু,মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু,সদস্য বেলাল হোসেন খান প্রমূখ।
এসময় অবসরপ্রাপ্ত শিক্ষক দেওয়ান আনিছুর রহমান,ব্র্যাক, বগুড়া’র ডিভিশনাল ম্যানেজার শহিদুল ইসলাম দুলাল মান্দা উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শাহীনূর ইসলাম শাহীন, মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম হোসেন, ধারাভাষ্যকার হারুন এবং গাছ ব্যাবসায়ী আশরাফুল ইসলামসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
The post মান্দায় ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত appeared first on Ctg Times.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024