বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বেশরগাতি এলাকায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
ড. মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে এসময়, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ব্যারিষ্টার মোঃ গোলাম সরোয়ার ভুইয়া, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান, ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাড. রাসেল আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কেন্দ্রীয় কমিটির সদস্য মুঈনুল ইসলাম, খুলনা বিভাগীয় সমন্বয়ক মিনহাজুল ইসলাম সম্পদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এদিন, এক হাজার একশ জন দরিদ্র মানুষকে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ শেষে অতিথিগন লতিফ মাস্টার ফাউন্ডেশনের নিজস্ব ভবন, স্বেচ্ছাসেবি সংগঠন উসেকা‘র নিজস্ব ভবন উদ্বোধন করেন। এছাড়া স্বপ্ননীড় এতিমখানা ও বৃদ্ধনিবাসের বায়োগ্যাস প্লান্ট ও বেশরগাতি সাইন্স ও টেকনোলজি ইনস্টিটিউটের গভীর নলকূপ স্থাপনের কাজের উদ্বোধন করেন অতিথিগণ।
খুলনা গেজেট/ টিএ
The post বাগেরহাটে শীত বস্ত্র বিতরণ করলেন বিভাগীয় কমিশনার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.