সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়েছে রংপুর রাইডার্স। এই ম্যাচে বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে মেজাজ হারাতে দেখা যায়, যা ম্যাচ শেষে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ২৬ রান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল প্রায় জয় নিশ্চিত বলেই মনে করেছিল। তবে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান এক অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে শেষ ওভারে ৩০ রান সংগ্রহ করেন। কাইল মায়ার্সের করা ওভারে সোহানের ব্যাট থেকে আসে ৩টি চার এবং ৩টি ছক্কা। এই জয়ের মধ্য দিয়ে চলতি বিপিএলে ৬ ম্যাচ খেলে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে রংপুর।
ম্যাচ শেষে তামিম ইকবালকে রংপুরের ড্রেসিংরুমে থাকা একজনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এমন পরিস্থিতিতে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানও তাকে থামানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত বরিশালের একজন টিম ডিরেক্টর এসে তামিমকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাওয়া হলে বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল বলেন, ম্যাচ হারলে ইমোশন থাকে। এটা সিরিয়াস কিছু না। অন্যদিকে, নুরুল হাসান সোহান বলেন, আমি কাছ থেকে পুরোটা দেখিনি। তবে কিছু একটা ঘটেছিল।
টস হেরে আগে ব্যাট করতে নেমে বরিশাল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে। কাইল মায়ার্স ২৯ বলে অপরাজিত ৬১ রান করেন। জবাবে খেলতে নেমে রংপুর ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয় নিশ্চিত করে।
এই নাটকীয় ম্যাচটি বিপিএলের অন্যতম সেরা উত্তেজনাপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হবে। রংপুরের ধারাবাহিক পারফরম্যান্স এবং সোহানের নেতৃত্বে এমন জয় দলটির আত্মবিশ্বাস আরও বাড়াবে। অন্যদিকে, বরিশাল দলের জন্য এটি ছিল হতাশাজনক একটি হার, যা অধিনায়ক তামিম ইকবালের প্রতিক্রিয়ায় প্রকাশ পেয়েছে।
The post নাটকীয় ম্যাচে হেরে মেজাজ হারিয়ে তেড়ে গেলেন তামিম appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024