8:44 am, Friday, 10 January 2025

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ড্র করল বাংলাদেশ

চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) কলম্বোর বার্ঘার রিক্রিয়েশনাল ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ২২ রানে হারিয়ে সমতা আনে সুমাইয়া আকতারের দল।
বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১২৬ রানে অলআউট হয়। ইনিংসে সর্বোচ্চ ২৪ রান করেন জান্নাতুল মাওয়া। শ্রীলঙ্কার রাশমিকা সিওয়ান্দি বল হাতে উজ্জ্বল ছিলেন, ৩.৫ ওভারে ২৮ রানে ৩ উইকেট নেন।

১২৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শ্রীলঙ্কা ইনিংসের প্রথম বলেই উইকেট হারায়। পরবর্তী সময়ে তাদের স্কোর হয়ে যায় ১.৫ ওভারে ২ উইকেটে ২ রান। বাংলাদেশি বোলার ফাহমিদা ছোঁয়া ও ফারজানা ইয়াসমিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কার শুরুর ব্যাটিং অর্ডার দ্রুত ভেঙে পড়ে।

দাহানি সেনেথমা ও মানুদি নানায়াক্কারার তৃতীয় উইকেট জুটিতে শ্রীলঙ্কা কিছুটা স্থিতি আনে। তারা ৩৮ বলে ৩১ রান যোগ করেন। তবে ফারজানা ইয়াসমিনের বলে সেনেথমার আউটের পর শ্রীলঙ্কা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

শেষদিকে হিরুনি হানসিকা ও চামুদি প্রবোধা মুনাসিঙ্গে নবম উইকেটে ২৫ বলে ৩১ রানের জুটি গড়ে ব্যবধান কমানোর চেষ্টা করেন। কিন্তু তাদের ইনিংস থেমে যায় ২০ ওভারে ৮ উইকেটে ১০৫ রানে। হানসিকা ২৯ বলে ৪৪ রান করেন।
বাংলাদেশের জান্নাতুল মাওয়া ছিলেন বোলিং আক্রমণের মূল শক্তি। তিনি ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন। তার পাশাপাশি ফাহমিদা ছোঁয়া ও ফারজানা ইয়াসমিনও কার্যকর ভূমিকা রাখেন।

আগামী ১৮ জানুয়ারি মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সিরিজ বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য চূড়ান্ত প্রস্তুতির মঞ্চ ছিল। সিরিজে পিছিয়ে থেকেও সমতা আনা দলের মনোবল বাড়াবে।

প্রথম দুটি ম্যাচে জয়ী হয়েছিল শ্রীলঙ্কা। তবে তৃতীয় ও চতুর্থ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। এভাবে সিরিজ ড্র করার মাধ্যমে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে সুমাইয়ার দল।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১৯.৫ ওভারে ১২৬ (ফাহমিদা ১১, ঈভা ২০, সুবর্ণা ১৩, সাদিয়া ইসলাম ১০, সুমাইয়া ০, আফিয়া ২১, জান্নাতুল ২৪, সাদিয়া আক্তার ১৫, ফারজানা ১, নিশিতা ২*, সুবহা ১; রাশমিকা ৩.৫-০-২৮-৩, হানসিকা ৪-০-২৫-১, রাশমিকা ১-০-১২-১, মুনাসিংহে ৪-০-১৮-২, থালাগুনে ৪-১-১৪-১, গিমহানি ৩-০-২৮-০)

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ২০ ওভারে ১০৫/৮ (কাভিন্দি ০, সেনেথমা ১২, বালাসুরিয়া ০, নানায়াক্কারা ২৫, নিসানসালা ৭, রাশমিকা ০, হানসিকা ৪৪*, গিমহানি ৫, রাশমি ১, মুনাসিংহে ৩*; নিশিতা ৪-২-৯-১, ফাহমিদা ৪-০-১৮-১, ফারজানা ৪-০-২৯-১, সুবহা ৪-০-২৩-১, জান্নাতুল ৪-০-২৩-৩)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২১ রানে জয়ী
সিরিজ: চার ম্যাচের সিরিজ ২-২ ড্র

The post শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ড্র করল বাংলাদেশ appeared first on Bangladesher Khela.

Tag :

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ড্র করল বাংলাদেশ

Update Time : 11:07:38 pm, Thursday, 9 January 2025

চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) কলম্বোর বার্ঘার রিক্রিয়েশনাল ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ২২ রানে হারিয়ে সমতা আনে সুমাইয়া আকতারের দল।
বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১২৬ রানে অলআউট হয়। ইনিংসে সর্বোচ্চ ২৪ রান করেন জান্নাতুল মাওয়া। শ্রীলঙ্কার রাশমিকা সিওয়ান্দি বল হাতে উজ্জ্বল ছিলেন, ৩.৫ ওভারে ২৮ রানে ৩ উইকেট নেন।

১২৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শ্রীলঙ্কা ইনিংসের প্রথম বলেই উইকেট হারায়। পরবর্তী সময়ে তাদের স্কোর হয়ে যায় ১.৫ ওভারে ২ উইকেটে ২ রান। বাংলাদেশি বোলার ফাহমিদা ছোঁয়া ও ফারজানা ইয়াসমিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কার শুরুর ব্যাটিং অর্ডার দ্রুত ভেঙে পড়ে।

দাহানি সেনেথমা ও মানুদি নানায়াক্কারার তৃতীয় উইকেট জুটিতে শ্রীলঙ্কা কিছুটা স্থিতি আনে। তারা ৩৮ বলে ৩১ রান যোগ করেন। তবে ফারজানা ইয়াসমিনের বলে সেনেথমার আউটের পর শ্রীলঙ্কা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

শেষদিকে হিরুনি হানসিকা ও চামুদি প্রবোধা মুনাসিঙ্গে নবম উইকেটে ২৫ বলে ৩১ রানের জুটি গড়ে ব্যবধান কমানোর চেষ্টা করেন। কিন্তু তাদের ইনিংস থেমে যায় ২০ ওভারে ৮ উইকেটে ১০৫ রানে। হানসিকা ২৯ বলে ৪৪ রান করেন।
বাংলাদেশের জান্নাতুল মাওয়া ছিলেন বোলিং আক্রমণের মূল শক্তি। তিনি ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন। তার পাশাপাশি ফাহমিদা ছোঁয়া ও ফারজানা ইয়াসমিনও কার্যকর ভূমিকা রাখেন।

আগামী ১৮ জানুয়ারি মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সিরিজ বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য চূড়ান্ত প্রস্তুতির মঞ্চ ছিল। সিরিজে পিছিয়ে থেকেও সমতা আনা দলের মনোবল বাড়াবে।

প্রথম দুটি ম্যাচে জয়ী হয়েছিল শ্রীলঙ্কা। তবে তৃতীয় ও চতুর্থ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। এভাবে সিরিজ ড্র করার মাধ্যমে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে সুমাইয়ার দল।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১৯.৫ ওভারে ১২৬ (ফাহমিদা ১১, ঈভা ২০, সুবর্ণা ১৩, সাদিয়া ইসলাম ১০, সুমাইয়া ০, আফিয়া ২১, জান্নাতুল ২৪, সাদিয়া আক্তার ১৫, ফারজানা ১, নিশিতা ২*, সুবহা ১; রাশমিকা ৩.৫-০-২৮-৩, হানসিকা ৪-০-২৫-১, রাশমিকা ১-০-১২-১, মুনাসিংহে ৪-০-১৮-২, থালাগুনে ৪-১-১৪-১, গিমহানি ৩-০-২৮-০)

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ২০ ওভারে ১০৫/৮ (কাভিন্দি ০, সেনেথমা ১২, বালাসুরিয়া ০, নানায়াক্কারা ২৫, নিসানসালা ৭, রাশমিকা ০, হানসিকা ৪৪*, গিমহানি ৫, রাশমি ১, মুনাসিংহে ৩*; নিশিতা ৪-২-৯-১, ফাহমিদা ৪-০-১৮-১, ফারজানা ৪-০-২৯-১, সুবহা ৪-০-২৩-১, জান্নাতুল ৪-০-২৩-৩)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২১ রানে জয়ী
সিরিজ: চার ম্যাচের সিরিজ ২-২ ড্র

The post শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ড্র করল বাংলাদেশ appeared first on Bangladesher Khela.