কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ড অপসারিত কাউন্সিলর গোলাম রব্বানী টিপু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে হোটে সীগালের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বৃস্পতিবার রাত ৯ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় শনাক্ত করা গেছে। গোলাম রব্বানী খুলনা সিটি কর্পোরেশনের দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়ার মো. গোলাম আকবরের ছেলে। তিনি গত ৫ আগস্ট সরকার পতনের পর এলাকাছাড়া ছিলেন।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, এক মোটরসাইকেল আরোহী হঠাৎ এসে ওই ব্যক্তিকে গুলি করে। এ সময় গুলিটি মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশে চলে যায়। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
খুলনা গেজেট/এএজে
The post কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির অপসারিত কাউন্সিলর টিপু নিহত appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024