প্রায় ৩০ বছর ধরে বাণিজ্যিকভাবে পাবনার ঈশ্বরদীতে শিমের আবাদ হচ্ছে। উপজলার মূলাডুলি ইউনিয়নে শিমের আবাদ বেশি হয়। শিমের মৌসুমে এসব এলাকার বাতাসে ভেসে বেড়ায় কীটনাশকের গন্ধ। এতে দিনদিন বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি।
কৃষি অফিস সূত্র জানায়, উপজেলায় এবার ১ হাজার ২৯০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮ হাজার ৩৮০ মেট্রিক টন। সবচেয়ে বেশি রূপবান, কেরালা,… বিস্তারিত