নগর প্রতিনিধি:
ভারতে ইলিশ রপ্তানির খবরে বাজারে দাম বেড়েছে। এমন খবরে বরিশালের বাজারগুলোতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরের সব চেয়ে বড় মাছের মোকাম পোর্টরোড বেসরকারি মৎস্য অবতরণকেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মৎস্য পাইকারি ও খুচরা বিক্রেতাদের সতর্ক করে ভোক্তা অধিদপ্তর। আর খুচরা বাজারে যাতে কেউ বেশি দামে ইলিশ বিক্রি করতে না পারে, সেজন্য মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়।
তবে অভিযানে ইলিশের দামে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।
তবে কেউ যদি সিন্ডিকেট করে বেশি দামে বিক্রির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকারের উপ-পরিচালক।
বরিশালের মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস বলেন, ইলিশের পর্যাপ্ত মজুত রয়েছে।তবে গত বছরের তুলনায় এ বছর দাম কিছুটা বাড়লেও তা একেবারেই কম বলে জানান সংশ্লিষ্টরা।
যদিও ভোক্তারা বলছেন, ভারতে ইলিশ রপ্তানির খবরে গত সপ্তাহের থেকে চলতি সপ্তাহে বাজারে ইলিশের দাম অনেকটাই বেশি। বিশেষ করে এলসি থেকে শুরু করে বড় আকারের ইলিশের অনেক দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতা সুমন খান।
বাজারে এক কেজির ইলিশের মণ ৬৮ হাজার, এক হাজার ২০০ গ্রাম ওজনের ইলিশের মণ ৭২ হাজার, এলসি আকারের ইলিশ ৬২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
The post দাম নিয়ন্ত্রণে বরিশালে ইলিশের বাজারে অভিযান appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.