বিশেষ প্রতনিধি:
বরিশাল মহানগর বিএনপির দ্বন্দ্ব এখন সংঘাতের দিকে গড়িয়েছে। গত বুধবার রাতে দুই নেতার বাসায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পদবঞ্চিতরা হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ করেন।
এর আগে ৪ জানুয়ারি বিএনপির অপর এক নেতার ওপর হামলা হয়। উভয় হামলার জন্য নগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদারকে দায়ী করেছে বিএনপির দুটি পক্ষ। এ-বিষয়ক নালিশ পৌঁছেছে দলের বিভাগীয় টিম লিডার আবদুল আউয়াল মিন্টু পর্যন্ত। তবে দলীয় সূত্রে জানা গেছে, হামলার নেপথ্যে রয়েছে নগর বিএনপির নেতৃত্ব দখলের অপতৎপরতা।
মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবরের বর্মনরোডের বাসায় এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল হক লিটুর ব্রাঞ্চ রোডের বাসায় বুধবার রাতে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা হামলা চালায়।
মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর বলেন, ‘রাতে হেলমেট পরা ও কাপড় দিয়ে মুখ ঢাকা একদল সন্ত্রাসী আমার বাসায় হামলা চালায়। এতে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।’
আকবর আরও বলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম মৃধাকে মারধরের প্রতিবাদে তিনিসহ সাবেক ২৫ নেতা নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। এতে বিএনপির আতঙ্কিত ও ব্যর্থ একশ্রেণির নেতা তাঁর বাসায় হামলা করেন। আকবর বলেন, হামলার ঘটনায় আমার ভাই সৈয়দ আফজাল কাউনিয়া থানায় অভিযোগ দিয়েছেন। অপর দিকে লিটুর ভাই মামলা করেছেন।
এ বিষয়ে মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, দলীয় কিছু লোকজন এর সঙ্গে জড়িত। বিএনপির হাই কমান্ডকে এ বিষয়ে জানিয়েছি।
তবে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, ‘ওই এলাকায় নবজাগরণ ক্লাবে মাদক ব্যবসা নিয়ে প্রায়ই ঝামেলা হয়। এ নিয়ে হামলা হতে পারে। আবার অভিযোগকারীরা নিজেরা হামলা করেও আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা চালাতে পারেন।’
এদিকে দুই নেতার ওপর হামলার প্রতিবাদে গতকাল দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতারা।
মহানগরের কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, ‘আমরা ঘটনা দেখছি, দুটি বাসায় হামলা হয়েছে।’
এদিকে হামলার বিষয়ে মহানগর বিএনপির দুটি পক্ষ বিভাগীয় টিম প্রধান আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে দেখা করে অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, বরিশাল মহানগর কমিটি বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত তিনজনের পর্যবেক্ষণে থাকবে। ওয়ার্ড কমিটি কেউ এককভাবে করতে পারবে না।’
The post বরিশাল মহানগর বিএনপি:বরিশালে বিএনপির দ্বন্দ্ব গড়াল সংঘাতে appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024