আসছে ঈদে ‘সিকান্দার’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে কাজ করবেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। কিন্তু ছবির শ্যুটিংয়ের শেষ পর্যায়ে এসে বিপদের মুখে পড়লেন নায়িকা। ফলে বন্ধ রয়েছে ছবির কাজ।
গত বছর জুন মাসে মুম্বাইয়ে শুরু হয় ‘সিকান্দার’ ছবির শ্যুটিং। তারপর কিছু অংশের শ্যুটিং শেষ করেন সালমান ও রাশমিকা। কিন্তু কাজ শুরুর প্রথম দিন থেকেই অসুস্থ হয়ে পড়েন সালমানের নায়িকা। যদিও এ প্রসঙ্গে রাশমিকা জানিয়েছিলেন, সালমান তার যথেষ্ট যত্ন নিয়েছেন সে সময়ে।
এরপর আসে আরেক বাধা! পাঁজরে চোট পান সালমান খান। তা নিয়েই অবশ্য শ্যুটিং চালিয়ে গেছেন নায়ক। এরপর ঘটে সালমানের বাড়িতে গুলিকাণ্ড। এতে বন্ধ হয়ে যায় ছবির শ্যুটিং।
এতকিছুর পরও একটু একটু করে শ্যুটিংয়ের কাজ শেষ পর্যায়েই চলে এসেছিল। বাকি কাজটুকু সারার মধ্যেই শোনা গেল আরেক দুঃসংবাদ। এবার জিম করার সময় আচমকা চোট পেয়েছেন রাশমিকা। চোটের তীব্রতা এতই যে কিছুদিন বিশ্রাম নিয়ে শ্যুটিং সেটে ফিরতে চান তিনি; ফলে সাময়িক বন্ধও রয়েছে ছবির শ্যুটিংয়ের কাজ।
এআর মুরুগাদস পরিচালিত ছবি ‘সিকান্দার’। ছবির নাম ঘোষণার পর থেকেই অনুরাগীরা এই ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্মাতাদের দাবি, অ্যাকশন ঘরানার এই ছবিতে নতুন অবতারে ধরা দেবেন সালমান। ছবির গান থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য— বাজেটের ক্ষেত্রে কোনো কমতি রাখবে না বলেও জানিয়েছেন প্রযোজক।
খুলনা গেজেট/এএজে
The post ভাইজানের সঙ্গে কাজ শুরুর প্রথম থেকেই বাধা রশ্মিকার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024