ভোলা প্রতিনিধি:
সত্য বলার সাহস না রাখলে অন্যায়কারীরা এক সময় গলা চেপে ধরবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
শুক্রবার (১০ জারুয়ারি) সকালে তিনি ভোলা সদরের বাংলাস্কুল মোড়, কে জাহান মার্কেট, চক বাজারসহ শহরের বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করার সময় এ মন্তব্য করেন।
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের জনমত তৈরিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে তিনি ভোলায় লিফলেট বিতরণ ও জনসংযোগ করছেন।
পরে তিনি সদরের ইলিশ চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ গঠনের সবার যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে। এজন্য সবাইকে সত্য বলার সাহস রাখতে হবে অন্যথায় অন্যায়কারীরা এক সময় আপনাদের গলা চেপে ধরবে। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আটকে রাখতে পারবে না। তাই আগামীর বাংলাদেশে যার যার স্থান থেকে যৌক্তিক দাবিতে আপোসহীন মনোভাব নিয়ে থাকলেই আমরা লড়াইয়ের সংগ্রামে পাশে থাকব।
এসময় তিনি ভোলাবাসীর দাবি পূরণেনের আশ্বাস দেন।
এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জসিমের বাড়িতে গিয়ে তার স্বজনদের সমবেদনা জানান।
এরপর জেলার অন্যান্য শহীদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন।
এসময় তার সঙ্গে কেন্দ্রীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এবং ভোলার সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।
The post সত্য বলার সাহস না রাখলে অন্যায়কারীরা এক সময় গলা চেপে ধরবে: সারজিস আলম appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024