11:33 pm, Friday, 10 January 2025

খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী

বিপিএলের দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। আগে ব্যাট করে খুলনাকে ১৭৯ রানের লক্ষ্য দেয় পদ্মা পাড়ের দল। জবাবে ৩ বল আগেই ১৫০ রানে গুটিয়ে যায় খুলনা।

শুক্রবার (১০ জানুয়ারি) সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে ৪৪ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিশান আলম। জুটি ভাঙে ২৭ রান করা হারিস, নাসুমের স্পিনে কাটা পড়লে। এরপর দারুণ ফর্মে থাকা এনামুল বিজয়কেও ফেরান নাসুম। ৬ রান করে মিরাজের বলে আউট হন মেহরাব জুনিয়র। আরেক ওপেনার জিশান আলম ২৩ রানে ফেরেন। তবে এরপরই ইয়াসির রাব্বি ও রায়ান বার্লের ৮৮ রানের দারুন জুটি গড়ে। ৪১ রান করে আউট হন রাব্বি। ৪৮ রানে অপরাজিত থাকেন বার্ল। সঙ্গে আকবর আলীর ২১ রানের ক্যামিওতে লড়াকু পুঁজি পায় রাজশাহী।

জবাবে শুরুতেই খুলনার ওপেনার বসিস্তোকে ফেরান জিশান। তাসকিনের বলে ক্যাচ দিয়ে মিরাজও ফেরেন দ্রুত। শুরু পেয়েও ২৪ রান করে আউট হন নাঈম শেখ, ৩৩ রানে কাটা পড়েন আফিফ। অঙ্কন ও ইমরুল কায়েসও ছোট ক্যামিও খেলেই সাজঘরে। ব্যর্থ হন রনি নাওয়াজরাও। শেষ চেষ্টা চালান নাসুম আহমেদ। তবে তার ১৮ রানেও কিনারা পায়নি খুলনা।

The post খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী appeared first on Bangladesher Khela.

Tag :

খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী

Update Time : 08:08:14 pm, Friday, 10 January 2025

বিপিএলের দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। আগে ব্যাট করে খুলনাকে ১৭৯ রানের লক্ষ্য দেয় পদ্মা পাড়ের দল। জবাবে ৩ বল আগেই ১৫০ রানে গুটিয়ে যায় খুলনা।

শুক্রবার (১০ জানুয়ারি) সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে ৪৪ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিশান আলম। জুটি ভাঙে ২৭ রান করা হারিস, নাসুমের স্পিনে কাটা পড়লে। এরপর দারুণ ফর্মে থাকা এনামুল বিজয়কেও ফেরান নাসুম। ৬ রান করে মিরাজের বলে আউট হন মেহরাব জুনিয়র। আরেক ওপেনার জিশান আলম ২৩ রানে ফেরেন। তবে এরপরই ইয়াসির রাব্বি ও রায়ান বার্লের ৮৮ রানের দারুন জুটি গড়ে। ৪১ রান করে আউট হন রাব্বি। ৪৮ রানে অপরাজিত থাকেন বার্ল। সঙ্গে আকবর আলীর ২১ রানের ক্যামিওতে লড়াকু পুঁজি পায় রাজশাহী।

জবাবে শুরুতেই খুলনার ওপেনার বসিস্তোকে ফেরান জিশান। তাসকিনের বলে ক্যাচ দিয়ে মিরাজও ফেরেন দ্রুত। শুরু পেয়েও ২৪ রান করে আউট হন নাঈম শেখ, ৩৩ রানে কাটা পড়েন আফিফ। অঙ্কন ও ইমরুল কায়েসও ছোট ক্যামিও খেলেই সাজঘরে। ব্যর্থ হন রনি নাওয়াজরাও। শেষ চেষ্টা চালান নাসুম আহমেদ। তবে তার ১৮ রানেও কিনারা পায়নি খুলনা।

The post খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী appeared first on Bangladesher Khela.