স্বপ্ন কখনো সত্য হয়। আবার কখনো কখনো স্বপ্ন গুলো নিশ্বেষ হয়ে যায় ঠিক দেখাযায় যশোরের চৌগাছার মাধবপুর গ্রামের মৃত মসির উদ্দীনের ছেলে নাসির উদ্দীন পিকুল (৫৬)। সংসারের একটু সুখের জন্য ২০২২ সালের আক্টম্বর মাসে সৌদি আরব গমন করেন সেখান তিনি সি,সি, ক্যামেরা অপারেটর হিসাবে কাজ করতেন। ২০২৪ সালের ২১ ডিসেম্বর সকালে পূর্বের ন্যায় কাজ করার জন্য যান। সেখানে ক্রেনের ধাক্কায় মাথা ফেটে ঘটনা স্থালে মারা যান (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ খবর দেশে পৌছালে শুরু হয় নিহতের গ্রাম ও পরিবারের মানুষের শোকের মাতম। তিনি সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
নিহতের পরিবারের কাছে সরকারি ভাবে কাগজ পত্র অনুযায়ী ৯ জানুয়ারী রাত ১১ টায় লাশ বাংলাদেশ পৌছায়, ১০ জানুয়ারী সকাল ১০টায় মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফনকাজ সম্পন্ন হয়েছে।
জানাজার নামাজ পরিচালনা করেন হাফেজ তারিকুজ্জামান। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মহেশপুর পৌর সভার সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ, আব্দুল কাদের, শিক্ষক রিপন, আব্দুল মালেক, তার জানাজার নামাজে উপস্থিত ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, আবু বক্কর সিদ্দিক, রেজাউল হক, দৈনিক গ্রামের কাগজের সিদ্দিক, রেজাউল হক, দৈনিক গ্রামের কাগজের প্রতিনিধি কবি ও সাংবাদিক খলিলুর রহমান জুয়েল সহ রাজনৈতিক সামাজিক পেশাজীবি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/ টিএ
The post বিদেশ গিয়ে লাশ হয়ে ফিরলেন চৌগাছার পিকুল appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024