2:46 pm, Saturday, 11 January 2025

ষাট পেরিয়ে ভালোবাসা

ষাট পেরিয়ে ভালোবাসা হয় গল্প বলা,
প্রিয় মুখে পুরোনো দিনের স্মৃতি জুড়ে দেওয়া।
সেদিনের কথা মনে আছে?
এই প্রশ্নে লুকিয়ে থাকে সব না–বলা কথা।
ভালোবাসা হয় এক চিলতে চুপ থাকা,
অথবা ভোরের রোদে একসঙ্গে চা খাওয়া।
এ ভালোবাসায় প্রতিশ্রুতি নেই,
নেই চমকানো মুহূর্তের অপেক্ষা।
এ ভালোবাসায় আছে শুধু সময়,
যা একদিন থেমে যাবে জানার পরও,
পরম মমতায় কাছে টেনে নেওয়া।

Tag :

ষাট পেরিয়ে ভালোবাসা

Update Time : 12:06:39 pm, Saturday, 11 January 2025

ষাট পেরিয়ে ভালোবাসা হয় গল্প বলা,
প্রিয় মুখে পুরোনো দিনের স্মৃতি জুড়ে দেওয়া।
সেদিনের কথা মনে আছে?
এই প্রশ্নে লুকিয়ে থাকে সব না–বলা কথা।
ভালোবাসা হয় এক চিলতে চুপ থাকা,
অথবা ভোরের রোদে একসঙ্গে চা খাওয়া।
এ ভালোবাসায় প্রতিশ্রুতি নেই,
নেই চমকানো মুহূর্তের অপেক্ষা।
এ ভালোবাসায় আছে শুধু সময়,
যা একদিন থেমে যাবে জানার পরও,
পরম মমতায় কাছে টেনে নেওয়া।