ইউক্রেন একাধিক ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার তামবভ অঞ্চলে দুটি আবাসিক ভবন আঘাত করেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
তামবভ অঞ্চলের প্রধান ইভগেনি পেরভিশভ শনিবার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, কোতোভস্ক শহরে দুটি ভবনে ড্রোন হামলার কারণে জানালা ভেঙে আহত কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
মস্কো থেকে প্রায় ৪৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে… বিস্তারিত