আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানলে ঘর পুড়েছে অনেক মানুষের। এখনও দাবানলের লেলিহান শিখা জ্বলছে দাউ দাউ করে। সাধারণ মানুষের মতো হলিউড তারকাদের ঘর-বাড়িও রেহায় পাচ্ছে না। অনেক তারকার মতো ‘ব্রেভহার্ট’খ্যাত অভিনেতা মেল গিবসনের বাড়িও আগুনে পুড়ে গেছে। খবর দ্য হলিউড রিপোর্টার।
গিবসনের বাড়ি যখন পুড়ছিলো, তখন তিনি অস্টিনে একটি পডকাস্টের রেকর্ডিং করছিলেন। সেখান থেকেই জানতে… বিস্তারিত