বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ রংপুর রাইডার্স দল অবিশ্বাস্যভাবে দাপট দেখাচ্ছে। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে একটিও হারেনি তারা। মাঠে যেমন পারফর্ম করছেন, মাঠের বাইরেও দলের খেলোয়াড়রা রয়েছেন ফুরফুরে মেজাজে। সম্প্রতি রংপুর রাইডার্সের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দলের দুই তারকা পাকিস্তানি ক্রিকেটার ইফতিখার আহমেদ এবং ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস, জনপ্রিয় একটি বাংলা সংলাপে অভিনয় করেছেন।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হেলস ব্যাটিং অনুশীলন করছেন এবং ইফতিখার ফিটনেস ট্রেনিং করছেন। হঠাৎ করে হেলস, ইফতিখারকে চেয়ারের ওপরে রাখা কফির কাপ নিতে দেখে বলেন, ‘মুরব্বি মুরব্বি… উঁহুহু!’ তখন ইফতিখারও মজার মুহূর্তে যোগ দেন ‘সোনামণি সোনামণি, বসো বসো…!’ এই সংলাপটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং হয়ে উঠেছে।
ভিডিওটি প্রকাশের পর রংপুর রাইডার্সের ফেসবুক পেজে রিঅ্যাক্ট পড়েছে ২৩ হাজারেরও বেশি এবং মন্তব্য এসেছে প্রায় ৬০২টি, যা দলের অন্য পোস্টের চেয়ে অনেক বেশি।
এদিকে, হেলস এবারের বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করছেন। এখন পর্যন্ত ২১৩ রান সংগ্রহ করেছেন তিনি, সিলেটের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরিও করেছিলেন। ইফতিখারও ৬ ম্যাচে ১৬১ রান করেছেন, যেটি দলের জয়যাত্রায় বড় অবদান রেখেছে।
রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচ আগামী ১৩ জানুয়ারি, খুলনার বিপক্ষে।
The post রংপুরের ইফতিখার ও হেলসের অভিনয়ের ভিডিও ফেসবুকে ভাইরাল appeared first on Bangladesher Khela.