বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। তার দীর্ঘ ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ার শুধুমাত্র রেকর্ড ও কীর্তিতে ভরপুর ছিল না, বরং তিনি অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি করেছেন যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে চিরকাল অমর থাকবে।
তামিমের কিছু উল্লেখযোগ্য রেকর্ড
তিন ফরম্যাটে সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি
তামিম বাংলাদেশের একমাত্র ব্যাটার, যিনি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করে এই রেকর্ড গড়েন।
১৫ হাজার রানের মাইলফলক
আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। মুশফিকুর রহিম পরবর্তীতে তার সঙ্গী হলেও, দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন শীর্ষ রান সংগ্রাহক। তবে ওপেনারদের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম।
ওয়ানডেতে এক মাঠে সবচেয়ে বেশি রান
ওয়ানডেতে এক মাঠে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড এখন পর্যন্ত তামিমের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮৭টি ওয়ানডেতে ২ হাজার ৮৫৩ রান তার।
টেস্টে বাংলাদেশের ওপেনারদের মধ্যে সর্বোচ্চ রান
টেস্টে ওপেনারদের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ রান তামিমের ৫১৩৪।
ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি
ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ জুটির সঙ্গেও আছে তামিমের নাম। ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে লিটন দাসকে নিয়ে গড়েছিলেন ২৯২ রানের জুটি।
ওয়ানডেতে ওপেনিং জুটিতে সর্বোচ্চ
ওপেনিং জুটিতেও ওয়ানডেতে সর্বোচ্চ রানের জুটি তামিম-লিটনের ২৯২।
টেস্টেও ওপেনিং জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ
টেস্টেও ওপেনিং জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটির সঙ্গে তামিমের নাম জড়িয়ে। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে ৩১২ রানের দুর্দান্ত এক জুটি গড়েছিলেন।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটির সঙ্গেও আছেন তামিম। ২০১২ সালে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ১৩২ রানের জুটি গড়েন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান ও সর্বোচ্চ ইনিংস তামিমের ১০৩ *।
সেঞ্চুরি ও ফিফটির রাজা
তিন ফরম্যাট মিলিয়ে তামিমের রয়েছে সর্বোচ্চ ২৫টি সেঞ্চুরি এবং ৯৪টি হাফ সেঞ্চুরি। মোট পঞ্চাশ ছোঁয়া ইনিংসের সংখ্যা ১১৯, যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ।
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি ১৪টি।
টেস্টে হ্যাটট্রিক সেঞ্চুরি
টানা তিন টেস্টে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটার
ওয়ানডেতে সর্বোচ্চ হাফ সেঞ্চুরি
ওয়ানডেতে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ফিফটি ৫৬টি।
টেস্ট সর্বোচ্চ হাফ সেঞ্চুরি
টেস্টেও সাকিবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ফিফটি ৩১টি।
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংস
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংস ১১৯টি।
টেস্টে টানা ৫ ইনিংসে ৫০ ছোঁয়া একমাত্র বাংলাদেশি
টেস্টে টানা সর্বোচ্চ ৫ ইনিংসে ৫০ ছোঁয়া বাংলাদেশের একমাত্র ব্যাটার, ২০১০ সালে।
ওয়ানডেতে টানা ৫ ইনিংসে ৫০ ছোঁয়া প্রথম বাংলাদেশি
ওয়ানডেতে টানা সর্বোচ্চ ৫ ইনিংসে ৫০ ছোঁয়া বাংলাদেশের প্রথম ব্যাটার। এই রেকর্ডে পরে ভাগ বসিয়েছেন সাকিব।
ওয়ানডেতে ৮ হাজার রান
তামিম একমাত্র বাংলাদেশি ব্যাটার, যিনি ওয়ানডেতে ৮ হাজার রান অর্জন করেছেন। তার মোট রান ৮ হাজার ৩৫৭।
ছক্কার সেঞ্চুরি
তিনি বাংলাদেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১০০টি ছক্কার মাইলফলক ছুঁয়েছেন। তিন ফরম্যাট মিলিয়ে তার ছক্কার সংখ্যা ১৮৮।
তরুণ সেঞ্চুরিয়ান
২০০৮ সালে মাত্র ১৯ বছর বয়সে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে ওয়ানডেতে বাংলাদেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা
টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা–৪১টি।
টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা
টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা ৭টি, ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি চার
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি চার–১৭৬০টি
অগণিত স্মরণীয় মুহূর্ত
তামিমের ক্যারিয়ার ছেয়ে গেছে অসংখ্য স্মরণীয় মুহূর্তে, যেমন পোর্ট অফ স্পেনে জহির খানের বলে ছক্কা হাঁকানো, লর্ডসে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম তোলা এবং ভাঙা আঙুলে খেলা।
ম্যাচ সেরা ও সিরিজ সেরা
আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বার ম্যাচ সেরা এবং ৭ বার সিরিজ সেরা হয়েছেন তামিম।
শূন্য রানের অনাকাঙ্ক্ষিত রেকর্ড
সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৩৬ বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডও তার নামে।
ম্যাচ সংখ্যায় শীর্ষে
তামিম ৩৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে আছেন, যার থেকে শুধুমাত্র মাহমুদউল্লাহ, সাকিব ও মুশফিক বেশি ম্যাচ খেলেছেন।
তামিম ইকবালের ক্যারিয়ার শুধু রেকর্ডের নয়, এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অমূল্য অংশ হয়ে থাকবে, যার প্রভাব যুগযুগ ধরে অনুভূত হবে।
The post ১৭ বছরের ক্যারিয়ারের যে সব রেকর্ড স্মরণ করাবে তামিমকে appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024