খুলনা সিটি কর্পোরেশন ৪ নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর গোলাম রব্বানি টিপু জানাযা শনিবার (১১ জানুয়ারি) দুপুরে দেয়ানা উত্তরপাড়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
আরও পড়ুন:
#স্থানীয় শত্রুতার জেরেই কক্সবাজারে গিয়ে টিপুকে হত্যা, ধারণা পরিবারের
#টিপু হত্যা : অজ্ঞাতদের বিরুদ্ধে পরিবারের মামলা, লাশ খুলনার পথে
#টিপু হত্যায় আ’লীগ নেতা চালুসহ আটক ২, সঙ্গী নারী পলাতক(ভিডিও)
#কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির অপসারিত কাউন্সিলর টিপু নিহত
এর আগে শনিবার সকালে মরহুমের মরদেহ দেয়ানা বাড়িতে পৌঁছালে আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। ওয়ার্ডের সাবেক কাউন্সিলরকে দেখতে শত শত মানুষ তার বাড়িতে ভিড় জমায়। লাশ দেখে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা খুনীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে সন্ত্রাসীদের গুলিতে টিপু নিহত হন। এ ঘটনায় রাতেই খুলনা সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইফতেখার চালুসহ ২ জনকে আটক করেছে র্যাব।
খুলনা গেজেট/এইচ
The post সাবেক কাউন্সিলর টিপুর দাফন সম্পন্ন, জানাযায় বিপুল মানুষ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.