7:54 pm, Saturday, 11 January 2025

শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

শৈলকুপায় পূর্ব বিরোধের জেরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে ওমর আলী কুলসুম বেগম, সাদ্দাম হোসেন, তুহিন খান, ইসলাম খান, হোসাইন খান, আশালুদ খান, সেলিম খান, তাইজেলখান, রোজিনা খাতুন এবং আমির মণ্ডলসহ দুই গ্রুপের ১৫জন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদেরকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বছর ২৪ জুলাই কাশিনাথপুর গ্রামের স্থানীয় আওয়ামী নেতা সাইফুল ইসলামের ছেলে কলেজছাত্র রানা আহমেদকে ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকরা কুপিয়ে হত্যা করে। ওই মামলার আসামিরা জামিনে বাড়িতে এসে মামলা তুলে নেয়ার জন্য বাদি সাইফুল ইসলামকে বিভিন্নভাবে হুমকি দেয়। এ বিষয়টিকে কেন্দ্র করেই আজ সকালে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

মামলার বাদি সাইফুল ইসলাম জানান, ‘আসামিরা জামিনে বাড়িতে এসে মামলা তুলে নেয়ার জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। আমি মামলা তুলতে রাজি না হওয়ায় আজ সকালে বাবলু খার নেতৃত্বে আসামিরা আমাদের ওপর হামলা করে। এতে আমার আব্বাসহ সাত-আটজন গুরুতর আহত হয়।’

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, ‘কাশিনাথপুর গ্রামে সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে।’

খুলনা গেজেট/এএজে

The post শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

Update Time : 05:07:44 pm, Saturday, 11 January 2025

শৈলকুপায় পূর্ব বিরোধের জেরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে ওমর আলী কুলসুম বেগম, সাদ্দাম হোসেন, তুহিন খান, ইসলাম খান, হোসাইন খান, আশালুদ খান, সেলিম খান, তাইজেলখান, রোজিনা খাতুন এবং আমির মণ্ডলসহ দুই গ্রুপের ১৫জন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদেরকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বছর ২৪ জুলাই কাশিনাথপুর গ্রামের স্থানীয় আওয়ামী নেতা সাইফুল ইসলামের ছেলে কলেজছাত্র রানা আহমেদকে ধলহরাচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকরা কুপিয়ে হত্যা করে। ওই মামলার আসামিরা জামিনে বাড়িতে এসে মামলা তুলে নেয়ার জন্য বাদি সাইফুল ইসলামকে বিভিন্নভাবে হুমকি দেয়। এ বিষয়টিকে কেন্দ্র করেই আজ সকালে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

মামলার বাদি সাইফুল ইসলাম জানান, ‘আসামিরা জামিনে বাড়িতে এসে মামলা তুলে নেয়ার জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। আমি মামলা তুলতে রাজি না হওয়ায় আজ সকালে বাবলু খার নেতৃত্বে আসামিরা আমাদের ওপর হামলা করে। এতে আমার আব্বাসহ সাত-আটজন গুরুতর আহত হয়।’

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, ‘কাশিনাথপুর গ্রামে সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেয়া হবে।’

খুলনা গেজেট/এএজে

The post শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.