আমদানি-রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয়মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আহরণ করতে সক্ষম হয়েছে বন্দরটি। অর্থবছরের বাকি ৬ মাসে রাজস্ব আদায় আরো বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা বন্দর সংশ্লিষ্ঠদের।
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরে ভোমরা স্থলবন্দর দিয়ে ১০০৯ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ইতিমধ্যে অর্থবছরের প্রথম ৬ মাসে বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আহরণ করতে সক্ষম হয়েছে ভোমরা বন্দর।
সূত্রমতে, চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে (২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর) ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে আমদানি বাণিজ্যে ৬০৪ কোটি ২৫ লাখ টাকা রাজস্ব অর্জন করেছে সরকার। এরমধ্যে চলতি বছরের জুলাই মাসে ভারত থেকে ১ লাখ ৬০ হাজার ৭২৫ মেট্রিক টন পণ্য আমদানিতে রাজস্ব আয় হয়েছে ৮৬ কোটি ৭১ লাখ টাকা, আগস্ট মাসে ১ লাখ ২৫ হাজার ৬৮৩ মেট্রিক টন পণ্য আমদানিতে ৯৬ কোটি ২০ লাখ টাকা, সেপ্টেম্বর মাসে ১ লাখ ৪৯ হাজার ৫১২ মেট্রিক টন পণ্য আমদানিতে ৮৯ কোটি ৮৯ লাখ টাকা, অক্টোবর মাসে ১ লাখ ৪২ হাজার ৫২৬ মেট্রিক টন পণ্য আমদানিতে ১২৭ কোটি ৮১ লাখ টাকা, নভেম্বর মাসে ২ লাখ ৯৪ হাজার ৪৮.৮ মেট্রিক টন পণ্য আমদানিতে ১২২ কোটি ১৬ লাখ টাকা এবং ডিসেম্বর মাসে ২ লাখ ৫৫ হাজার ৩৩৪ মেট্রিক টন পণ্য আমদানি করে রাজস্ব আয় হয় ৮৪ কোটি ৪৮ লাখ টাকা।
অপরদিকে, চলতি অর্থ বছরের প্রথম ছয়মাসে ভোমরা বন্দর দিয়ে দেশীয় পণ্য ভারতের বাজারে রপ্তানি করে রাজস্ব আয় হয়েছে ১৬ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৫২৩ টাকা। এর মধ্যে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাসে ২৫ হাজার ৫৬২ মেট্রিক টন পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ১২৭ টাকা। আগস্ট মাসে ৩১ হাজার ৬৪৮ মেট্রিক টন পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ৪ টাকা, সেপ্টেম্বর মাসে ৩০ হাজার ৫০,০২৪ মেট্রিক টন পণ্য রপ্তানিতে আয় হয় ২ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৩৫০ টাকা, অক্টোবর মাসে ২৫ হাজার ৫১৫ মেট্রিক টন পণ্য রপ্তানিতে আয় হয় ২ কোটি ৪৩ লাখ ৫ হাজার ৯ টাকা, নভেম্বর মাসে ৩০ হাজার ৭৫০ মেট্রিক টন পণ্য রপ্তানিতে ৩ কোটি ১৫ লাখ ৩১ হাজার ৮৯৯ টাকা এবং ডিসেম্বর মাসে ২৭ হাজার ৬০৪ মেট্রিক টন পণ্য রপ্তানিতে আয় হয় ২ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ১৩৪ টাকা। রপ্তানি বাণিজ্যে দেশীয় মুদ্রায় রাজস্ব আহরণের বিষয়টি নিশ্চিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, পণ্য রপ্তানিতে আমাদের দেশ অন্যান্য উন্নয়নশীল দেশের মতো সুবিধা লাভ করছে। সম্প্রতি সময়ে ভোমরা স্থল বন্দও দিয়ে আমদানি-রপ্তানি বানিজ্য বেড়েছে। একই সাথে বেড়েছে সরকারের রাজস্ব আয়। এই ধারা অব্যহত থাকলে এনবিআর কর্তৃক নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হবে এই বন্দরে।
ভোমরা স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে সরকার ভোমরা বন্দর থেকে ৬০৪ কোটি ২৫ লাখ টাকার রাজস্ব আহরণ করেছে শুধুমাত্র আমদানি বাণিজ্য থেকে।
এছাড়া ভারতের বাজারে বাংলাদেশী পণ্য রপ্তানি করে রাজস্ব আয় হয়েছে ১৬ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৫২৩ টাকা। ভোমরা বন্দর দিয়ে উল্লেখযোগ্যভাবে রপ্তানি বাণিজ্য বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে দেশের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠান ভোমরা বন্দর ব্যবহার করছে। চলতি অর্থ বছরের জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
খুলনা গেজেট/এএজে
The post ছয় মাসে লক্ষ্যমাত্রার বেশি রাজস্ব আয় করেছে ভোমরা বন্দর appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.