9:57 pm, Saturday, 11 January 2025

চুয়াডাঙ্গায় হাত-পা বাঁধা অচেতন সেনাসদস্যকে উদ্ধার

চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মওলা নামে একটি কবরস্থানের পাশ থেকে চোখ, মুখ, হাত-পা বাঁধা অচেতন এক সেনাসদস্যকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) স্থানীয়রা কবরস্থানের পাশের বাগানে তাঁকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগীর নাম শরিফুল ইসলাম শান্ত (২২)। তিনি কক্সবাজারের চকরিয়া এলাকার ফজল করিমের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই সেনাসদস্যের নাম শরিফুল ইসলাম শান্ত। তিনি কক্সবাজারের চকরিয়া এলাকার ফজল করিমের ছেলে। স্থানীয়রা দুপুরে কবরস্থানসংলগ্ন নবী নূরের বাড়ির সামনের একটি বাগানে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর হাত-পা এবং চোখ-মুখও বাঁধা অবস্থায় ছিল।’

তিনি বলেন, ‘ঘটনাস্থল তল্লাশি করে বাংলাদেশ সেনাবাহিনীর লোগো সংবলিত একটি জ্যাকেট ও সেনাবাহিনীর পোশাকের কিছু অংশ পাওয়া গেছে। কোনো পরিচয়পত্র না পেলেও পরবর্তীতে আমরা তাঁর পরিচয় নিশ্চিত করি, তিনি সেনাসদস্য।’

ওসি আরও বলেন, ‘শরিফুল ইসলাম কক্সবাজারের চকরিয়া থেকে খুলনায় ট্রেনিংয়ের জন্য যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। সেনাবাহিনীর সদস্যদের একটি দল ও পুলিশ সদস্যরা হাসপাতালে অবস্থান করছে। এ ছাড়া তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।’

জান্নাতুল মওলা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রফিক উদ্দীন কাকন বলেন, ‘দুপুরে খবর পাই কবরস্থানসংলগ্ন বাগানে অজ্ঞাত এক যুবক হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানা-পুলিশ অচেতন অবস্থায় এক যুবককে জরুরি বিভাগে নিয়ে আসে। তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, খাবার বা অন্য কোনো মাধ্যমে তাঁর শরীরে চেতনানাশক প্রয়োগের ফলে তিনি অচেতন হয়ে পড়েছেন। চেতনা ফিরতে ১২ ঘণ্টা থেকে এক দিন পর্যন্ত সময় লাগতে পারে।’

খুলনা গেজেট/এএজে

The post চুয়াডাঙ্গায় হাত-পা বাঁধা অচেতন সেনাসদস্যকে উদ্ধার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

চুয়াডাঙ্গায় হাত-পা বাঁধা অচেতন সেনাসদস্যকে উদ্ধার

Update Time : 07:09:02 pm, Saturday, 11 January 2025

চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মওলা নামে একটি কবরস্থানের পাশ থেকে চোখ, মুখ, হাত-পা বাঁধা অচেতন এক সেনাসদস্যকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) স্থানীয়রা কবরস্থানের পাশের বাগানে তাঁকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগীর নাম শরিফুল ইসলাম শান্ত (২২)। তিনি কক্সবাজারের চকরিয়া এলাকার ফজল করিমের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই সেনাসদস্যের নাম শরিফুল ইসলাম শান্ত। তিনি কক্সবাজারের চকরিয়া এলাকার ফজল করিমের ছেলে। স্থানীয়রা দুপুরে কবরস্থানসংলগ্ন নবী নূরের বাড়ির সামনের একটি বাগানে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর হাত-পা এবং চোখ-মুখও বাঁধা অবস্থায় ছিল।’

তিনি বলেন, ‘ঘটনাস্থল তল্লাশি করে বাংলাদেশ সেনাবাহিনীর লোগো সংবলিত একটি জ্যাকেট ও সেনাবাহিনীর পোশাকের কিছু অংশ পাওয়া গেছে। কোনো পরিচয়পত্র না পেলেও পরবর্তীতে আমরা তাঁর পরিচয় নিশ্চিত করি, তিনি সেনাসদস্য।’

ওসি আরও বলেন, ‘শরিফুল ইসলাম কক্সবাজারের চকরিয়া থেকে খুলনায় ট্রেনিংয়ের জন্য যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। সেনাবাহিনীর সদস্যদের একটি দল ও পুলিশ সদস্যরা হাসপাতালে অবস্থান করছে। এ ছাড়া তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।’

জান্নাতুল মওলা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রফিক উদ্দীন কাকন বলেন, ‘দুপুরে খবর পাই কবরস্থানসংলগ্ন বাগানে অজ্ঞাত এক যুবক হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানা-পুলিশ অচেতন অবস্থায় এক যুবককে জরুরি বিভাগে নিয়ে আসে। তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, খাবার বা অন্য কোনো মাধ্যমে তাঁর শরীরে চেতনানাশক প্রয়োগের ফলে তিনি অচেতন হয়ে পড়েছেন। চেতনা ফিরতে ১২ ঘণ্টা থেকে এক দিন পর্যন্ত সময় লাগতে পারে।’

খুলনা গেজেট/এএজে

The post চুয়াডাঙ্গায় হাত-পা বাঁধা অচেতন সেনাসদস্যকে উদ্ধার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.