রাঙাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়ে গোপনে নিজের পছন্দের ব্যক্তিকে এডহক কমিটির সভাপতি করার অভিযোগ উঠেছে।
এ কমিটি বাতিলের দাবিতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪ টায় ‘আয়োজনে সকল অভিভাবকবৃন্দ’-লেখা সম্বলিত ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। শুরুতে ওই ইউনিয়নের স্লুইস বাজারে কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন সমবেত হয়ে বিক্ষোভ মিছিল করে। পরে মিছিলটি আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক লোক অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রুহুল আমিনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ রয়েছে। সেসব অভিযোগ যাতে প্রকাশ্যে না আসে-এজন্য তার পছন্দের লোক হিসেবে পরিচিত জসিম উদ্দিনকে এডহক কমিটির সভাপতি করা হয়েছে। কাউকে না জানিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে গোপনে রুহুল আমিন প্রতিষ্ঠানের এডহক কমিটি গঠন করেছে। যা সর্বস্তরের মানুষ প্রত্যাখ্যান করেছে। বক্তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে অনিয়মের মাধ্যমে গঠন করা কমিটি অনতিবিলম্বে বাতিল করে নিয়ম মেনে বৈধভাবে কমিটি গঠন করা হোক।
অভিযুক্ত চরমোন্তাজ আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, ‘সরকারি বিধি-বিধান মোতাবেক এডহক কমিটি সাবমিট করেছি। পরে কমিটি অনুমোদন হয়ে আসছে। এখন নজরুল মুন্সির মনোনীত লোক হতে পারেনি বিধায় এই ক্ষোভ। এই কমিটির ব্যাপারে জেলা প্রশাসক, ইউএনওসহ সংশ্লিষ্ট সকলেই অবগত।’
মানববন্ধন কর্মসূূচির প্রধান বক্তা নজরুল ইসলাম মুন্সি বলেন, ‘কলেজে বসে করা আনুষ্ঠানিক মিটিংয়ে সর্বস্তরের মানুষের মনোনীত যে সভাপতি প্রার্থী ছিল, তাকে সভাপতি করা হয়নি। অধ্যক্ষ গোপনে নিজের পছন্দের ব্যক্তিকে সভাপতি করেছেন। তাই অবৈধ ওই কমিটি বাতিলের দাবি তুলেছে সব শ্রেণী পেশার মানুষ।’
The post রাঙ্গাবালীতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.