3:49 pm, Sunday, 12 January 2025

অভিজ্ঞদের নিয়ে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রাথমিক দল জমা দেওয়ার শেষ দিন আজ রোববার। শেষ দিনে এসে নিউজিল্যান্ড তাদের দল ঘোষণা করেছে। কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে এবং লকি ফার্গুসনকে নিয়ে অভিজ্ঞ এক দলই গড়েছে নিউজিল্যান্ড।

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ঘরের মাঠের ওয়ানডে সিরিজে খেলেননি এই তিনজন। বিদেশে টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ব্যস্ত তিন জনই। ব্যাটার উইলিয়ামসন ও কনওয়ে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগে খেলেছেন। পেসার ফার্গুসন খেলছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে।

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য দলে আছেন বেন সিয়ার্স। শ্রীলঙ্কা সিরিজে তিনিও খেলেননি। তবে তার কারণটা ভিন্ন। হাঁটুর ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন তিনি। তিনি তো বটেই, উইল ও’রোর্ক ও নাথান স্মিথ জন্য এটা হবে প্রথম সিনিয়র আইসিসি ইভেন্ট।

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড তার দল নিয়ে বলেন, ‘আমরা বর্তমানে অনেক মানসম্পন্ন খেলোয়াড় পেয়েছি। যার ফলে দল নির্বাচনে চ্যালেঞ্জ তৈরি করেছে।’

ডিসেম্বরে নিউজিল্যান্ডের পূর্ণ মেয়াদে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্পিনার মিচেল স্যান্টনার। তিনি প্রথমবারের মতো কোনো বড় ইভেন্টে দলকে নেতৃত্ব দেবেন। স্যান্টনার, সাবেক অধিনায়ক উইলিয়ামসন এবং উইকেটকিপার টম ল্যাথাম ২০১৭ সালে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির নিউজিল্যান্ড দলে ছিলেন।

নিউজিল্যান্ড তাদের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে এরপর তারা খেলবে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে।

নিউজিল্যান্ড স্কোয়াড : মিচেল স্যান্টনার (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, নাথান স্মিথ, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, বেন সিয়ার্স, উইল ও’রোর্ক।

 

খুলনা গেজেট/এনএম

The post অভিজ্ঞদের নিয়ে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

অভিজ্ঞদের নিয়ে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা

Update Time : 11:07:14 am, Sunday, 12 January 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রাথমিক দল জমা দেওয়ার শেষ দিন আজ রোববার। শেষ দিনে এসে নিউজিল্যান্ড তাদের দল ঘোষণা করেছে। কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে এবং লকি ফার্গুসনকে নিয়ে অভিজ্ঞ এক দলই গড়েছে নিউজিল্যান্ড।

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত ঘরের মাঠের ওয়ানডে সিরিজে খেলেননি এই তিনজন। বিদেশে টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ব্যস্ত তিন জনই। ব্যাটার উইলিয়ামসন ও কনওয়ে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি লিগে খেলেছেন। পেসার ফার্গুসন খেলছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে।

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য দলে আছেন বেন সিয়ার্স। শ্রীলঙ্কা সিরিজে তিনিও খেলেননি। তবে তার কারণটা ভিন্ন। হাঁটুর ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন তিনি। তিনি তো বটেই, উইল ও’রোর্ক ও নাথান স্মিথ জন্য এটা হবে প্রথম সিনিয়র আইসিসি ইভেন্ট।

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড তার দল নিয়ে বলেন, ‘আমরা বর্তমানে অনেক মানসম্পন্ন খেলোয়াড় পেয়েছি। যার ফলে দল নির্বাচনে চ্যালেঞ্জ তৈরি করেছে।’

ডিসেম্বরে নিউজিল্যান্ডের পূর্ণ মেয়াদে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্পিনার মিচেল স্যান্টনার। তিনি প্রথমবারের মতো কোনো বড় ইভেন্টে দলকে নেতৃত্ব দেবেন। স্যান্টনার, সাবেক অধিনায়ক উইলিয়ামসন এবং উইকেটকিপার টম ল্যাথাম ২০১৭ সালে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির নিউজিল্যান্ড দলে ছিলেন।

নিউজিল্যান্ড তাদের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করবে ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে এরপর তারা খেলবে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে।

নিউজিল্যান্ড স্কোয়াড : মিচেল স্যান্টনার (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, নাথান স্মিথ, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, বেন সিয়ার্স, উইল ও’রোর্ক।

 

খুলনা গেজেট/এনএম

The post অভিজ্ঞদের নিয়ে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.