কৃষি প্রযুক্তির আধুনিক যন্ত্রপাতির যুগেও ঘোড়া দিয়ে হাল চাষ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন কৃষক মমিন মিয়া (৬৫)। গরুর দাম বেশি তাই ঘোড়া দিয়েই হাল চাষ করছেন এই কৃষক। তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, একটা সময় গ্রামীণ জনপদে সকাল হলে লাঙ্গল জোয়াল আর গরু নিয়ে মাঠে জমিতে যাইত রাখালরা। দিনভর হাল চাষ করে বিকেলে বাড়ি ফিরত রাখাল দল। দুপুরের খাবারও মাঠেই… বিস্তারিত