ছেলে লিয়াম হাসকেটের অভিষেক ম্যাচ দর্শক হিসেবে গ্যালারিতে হাজির হন বাবা। হাসকেট বল হাতে নিতেই ঘটে অদ্ভুত এক ঘটনা! বাঁহাতি এই পেসারের বলে বিশাল এক ছক্কা হাঁকান ব্যাটার। ছেলে বলে হাঁকানো ছক্কা ক্যাচ নেন গ্যালারিতে থাকা বাবা।
শনিবার (১১ জানুয়ারি) বিগ ব্যাশে অ্যাডিলেড ওভালের অ্যাডিলেড স্ট্রাইকার্স-ব্রিসবেন হিটের ম্যাচে এমন কাকতালীয় ঘটনাটি ঘটেছে। ইনিংসের চতুর্থ ওভারে হাসকেট নিজের দ্বিতীয়… বিস্তারিত