ছোট একটি রুম। এতে নেই কোন জানালা। একটি দরজা রয়েছে, তাও ভাঙ্গা। রুমে আলো-বাতাস ঢোকার কোন জায়গা নেই। তাই দিনের বেলাতেও রুমটিতে থাকে ঘুট ঘুটে অন্ধকার। রুমটি কবে রং করা হয়েছে দেখে তা বোঝার উপায় নেই। দেয়ালের আস্তর খসে পড়ছে। রুমের মধ্যেই রান্না করে খেতে হয়। রুমের সামনে জমে আছে ময়লা পানি। সেই পানিতে পা ভিজিয়ে প্রবেশ করতে হয় রুমে।
বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ঝালমুড়ি বিক্রেতা… বিস্তারিত