“নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানে রায়েরমহল ডিগ্রী কলেজের উদ্যোগে রবিবার (১২ জানুয়ারি) সকালে কলেজ মিলনায়তনে বর্ণাঢ্য তারুণ্য উৎসব পালিত হয়েছে।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো.রাশিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের কলেজ পরিদর্শক প্রফেসর মো.তৌহিদুজ্জামান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো.অহিদুজ্জামান, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম-সম্পাদক এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, এপিপি এডভোকেট নিগার সুলতানা জানি, রায়েরমহল হাইস্কুলের প্রধান শিক্ষিকা শিরিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ খান রোকসানা পারভীন, সঞ্চালনায় ছিলেন অধ্যাপক আব্দুল হান্নান ও অধ্যাপক শামসুদ্দিন দোহা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামীর বাংলাদেশে ছাত্ররাই চালিকাশক্তি। এই কলেজের প্রতিটি ছাত্র শিক্ষার পাশাপাশি দেশ গড়ায় আত্মনিয়োগ করবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিভার স্বাক্ষর রাখবে। যশোর বোর্ডে একটি আদর্শ কলেজ হিসেবে পরিচিতি পাবে। সেই সাথে তারুণ্যের অগ্রযাত্রায় অগ্রনী ভূমিকা পালন করবে। শেষে অতিথিবৃন্দ উপস্থিতিতে প্রদর্শনী ষ্টলের ফিতা কেটে উদ্বোধন করেন। প্রদর্শনীতে শিক্ষাক ও শিক্ষার্থীদের তৈরি নানান রকমের পিঠা স্টলে শোভা পায়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়দীর মাঝে পুরস্কার বিতরণ করেন।
খুলনা গেজেট/ টিএ
The post ‘আগামীর বাংলাদেশে ছাত্ররাই চালিকাশক্তি’ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024