চ্যাম্পিয়নস ট্রফির দল আজই ঘোষণা করেছে বিসিবি। সেখানকার সবচেয়ে বড় খবর দলে জায়গা হয়নি লিটন দাসের। কারণ, দীর্ঘদিন ধরে হাসছে না দাসের ব্যাট। এমনই দিনেই সিলেটে বিপিএল খেলতে ঢাকার হয়ে মাঠে নেমেছেন এলকেডি। দলে বাদ পড়ার সব জবাব যেন ব্যাট দিয়েই দিলেন এই ওপেনার। বুঝিয়ে দিলেন হয়তো, তিনি জ্বলে উঠতে জানেন। সিলেটও লিটনের জন্য ‘পয়া’ মাঠও। কেননা আন্তর্জাতিক ৫০ ওভারের ম্যাচে ক্যারিয়ারসেরা ১৭৬ রানের ইনিংসটি তো এই মাঠেই খেলেছিলেন লিটন।
লিটনের সাথে এদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঝড় উঠিয়েছেন তানজিদ হাসান তামিমও। দুজনের ব্যাটে বিপিএলের ইতিহাসে বেশকিছু রেকর্ড ওলটপালট হয়েছে। নতুন করে তারা লিখেছেন নতুন রেকর্ড।
বিপিএলের এই ম্যাচে রেকর্ডগুলো দেখা যাক এক নজরে:
৪৪
লিটনের ৪৪ বলে সেঞ্চুরি। বিপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এখন টাইগার ওপেনারের। অবশ্য তিনি এই রেকর্ড ভাগাভাগি করছেন ক্রিস গেইলের সঙ্গে। ইউনিভার্স ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন ২০১২ সালে, সিলেট রয়্যালসের বিপক্ষে। লিটন সমানসংখ্যক বলে করেছেন সেঞ্চুরি।
বিপিএল ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিটি পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদের। ২০১২ সালেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪০ বলে। লিটন অবশ্য বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছেন।
২
রেকর্ডের পাতায় অবশ্য নাম তুলেছেন তার সঙ্গী তানজিদ হাসান তামিমও। লিটন দাসের সঙ্গে তিনিও হয়েছেন ইতিহাসের অংশ। সেঞ্চুরি পেয়েছেন ইনিংসের শেষ ওভারে। ১০৮ রানে ফিরে গিয়েছেন তিনি। তবে ফেরার আগে নিশ্চিত করেছেন মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিপিএলে একের বেশি সেঞ্চুরি। তামিম ইকবালের সঙ্গে বিপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ২টি সেঞ্চুরি এখন তানজিদ তামিমের।
১
প্রথমবারের মতো বিপিএলে এক ইনিংসে দুইজন ওপেনারই সেঞ্চুরি করেছেন। এর আগে বিপিএলে দুই ওপেনার কখনও সেঞ্চুরির দেখা পায়নি।
২
এ নিয়ে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে দুই ব্যাটারের সেঞ্চুরি দেখলো বিপিএল। এর আগে, ২০১৯ আসরে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন রংপুর রাইডার্সের রাইলি রুশো ও অ্যালেক্স হেলস। দুজনেই খেলেছিলেন সমান ১০০ রানের ইনিংস।
২৪১
বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ পার্টনারশিপ এখন এই দুজনের। পেছনে ফেলেছেন ২০১৭ আসরের ফাইনালে ব্রেন্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইলের ২০১ রানের জুটি। তানজিদ তামিম এবং লিটন কুমার দাস আজ করেছেন ২৪১ রান।
২৫৪
ঢাকা ক্যাপিটালস থেমেছেন ১ উইকেটে ২৫৪ রান নিয়ে। বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানটাও এখন ঢাকা ক্যাপিটালসের দখলে। পেছনে পড়েছে ২০১৯ সালে চট্টগ্রামের বিপক্ষে রংপুর রাইডার্সের ২৩৯ রানের রেকর্ড।
১
প্রথম উইকেটে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সর্বোচ্চ পার্টনারশিপ। আইপিএলে এর আগে বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স ১ম উইকেটে তুলেছিলেন ২২৯ রান।
The post লিটন-তানজিদের ব্যাটে বিপিএলে নতুন যতো রেকর্ড appeared first on Bangladesher Khela.