আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় বালুবাহী শ্যালো ইঞ্জিনচালিত মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক স্বামী নিহত হয়েছেন, আহত হয়েছেন স্ত্রী।
রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাইপাস ওভারব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে বলে আগৈলঝাড়া থানার এসআই সমীর রায় জানিয়েছেন।
নিহত নরেন্দ্রনাথ হালদার (৫৩) উপজেলার পশ্চিম সুজনকাঠি এলাকার প্রয়াত নারায়ণ হালদারের ছেলে।
আহত রিনা মন্ডলকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই সমীর জানান, উপজেলার দুস্থ মানবতার হাসপাতালে কর্মরত স্ত্রী রিনা মন্ডলকে নিয়ে বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন নরেন্দ্রনাথ হালদার। উপজেলার বাইপাস ওভারব্রিজ এলাকায় পৌঁছালে বালুবাহী শ্যালো ইঞ্জিনচালিক মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে স্বামী ও স্ত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বামী নরেন্দ্রনাথ হালদারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত স্ত্রী রিনা মন্ডলকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এসআই সমীর আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়েছেন। লাশ থানায় রয়েছে। পরিবারের সিদ্বান্তের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী আহত appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.