আগের ক্লাসিকোর ব্যর্থতা ভুলে শুরুতেই কিলিয়ান এমবাপের দারুণ গোল, রিয়াল মাদ্রিদের আশা জাগানিয়া শুরু। কিন্তু কীসের কী! দাপুটে ফুটবলে আবারও তাদের জালে গোল উৎসবে মেতে উঠল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগেও নাটকীয় কিছু করে দেখাতে পারল না কার্লো আনচেলত্তির দল। আরেকটি ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করলো বার্সেলোনা।
সৌদি… বিস্তারিত