বিপিএলের উত্তেজনাপূর্ণ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম হাসান সাকিব ও খুলনা টাইগার্সের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজের মধ্যে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এর জেরে শাস্তির মুখে পড়েছেন দুজনই।
ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি সাকিবকে ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। অন্যদিকে নাওয়াজ জরিমানার মুখোমুখি হলেও ডিমেরিট পয়েন্ট থেকে রেহাই পেয়েছেন।
ঘটনার সূত্রপাত খুলনার ইনিংস চলাকালে। তানজিম সাকিবের একটি স্লোয়ার ডেলিভারিতে ক্যাচ আউট হয়ে ফিরে যাওয়ার সময় নাওয়াজের গায়ে ধাক্কা দেন সাকিব। এই ধাক্কার পরপরই দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন অনফিল্ড আম্পায়ার এবং সিলেটের উইকেটরক্ষক ব্যাটার জর্জ মানসি।
ম্যাচ শেষে এই ঘটনাটি তদন্ত করেন ম্যাচ রেফারি এহসানুল হক সেজান। ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। তবে শাস্তির ধারাবাহিকতায় সাকিবকে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়া হলেও নাওয়াজ কেবল জরিমানায় সীমাবদ্ধ থাকেন।
খুলনা গেজেট/এনএম
The post নাওয়াজকে ধাক্কা দেওয়ায় কঠিন শাস্তি পেলেন সাকিব appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024