নগর প্রতিনিধি:
বরিশালে রিকশা চালক রমজান মৃধা (৩০) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮ এর মিডিয়া সেল।
এরআগে সহায়তায় ঢাকা জেলার সাভার থানাধীন পূর্ব রাজাশন পুলু মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বরিশাল নগরের কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকার বাসিন্দা মালেক (৪৫) ও তার ছোট ভাই কাদের (৪০)।
নিহতের পরিবারের সদস্যদের বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রিকশাচালক রমজান মৃধা বরিশাল নগরের কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকার বাসিন্দা। তাকে গত বছরের ২৯ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে স্থানীয় মামুন নামে এক ব্যক্তি বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে রমজানের সঙ্গে তার স্বজনদের কারো কোনো যোগাযোগ হয়নি। দুইদিন অতিবাহিত হলেও বাড়িতে না ফেরায় রমজানের স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে।
এদিকে ১ অক্টোবর বিকেল সোয়া ৪টার দিকে কাউনিয়া থানাধীন পলাশপুর ৭ নং গুচ্ছগ্রামে ডোবার মধ্যে একজন ব্যক্তির মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহটিকে উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
অপরদিকে উদ্ধার হওয়া মরদহটি মো. রমজান মৃধার বলে পরিবার শনাক্ত করে, পাশাপাশি এ ঘটনায় ৩ অক্টোবর রমজানের মা বেবী বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
র্যাব জানায়, মামলার তদন্তকারী পুলিশের কর্মকর্তা মামলাটি তদন্ত করে গ্রেপ্তার মালেক ও কাদেরের হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করে এবং তাদের গ্রেপ্তারের জন্য অধিনায়ক র্যাব-৮ এর কাছে অভিযোপত্র পাঠায়।
যার ধারাবাহিকতায় র্যাব-৮ এর সদর কোম্পানি ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃ্দ্ধি করে র্যাব-৪ এর সিপিসি-২ এর সহায়তায় ঢাকা জেলার সাভার থানাধীন পূর্ব রাজাশন পুলু মার্কেট এলাকা থেকে মালেক ও কাদেরকে গ্রেপ্তার করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল নিশাত জানান, র্যাবের সহযোগিতায় রমজান মৃধা হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
ওসি বলেন, এ নিয়ে এ মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হলো। আর সর্বশেষ দুইজনের মধ্যে মালেক এজাহারভুক্ত আসামি, তবে রমজান হত্যার ঘটনার পর মালেক ও তার ভাই কাদের তাদের গোটা পরিবার নিয়ে পালিয়ে যায়।
The post রিকশাচালক রমজান হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার appeared first on Amader Barisal - First online Newspaper of Greater Barisal - Stay with Barisal 24x7.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024