ফ্যাসিস্ট শেখ হাসিনার যোগসাজসে বাংলাদেশের সীমান্তের ১৬০টি জায়গায় ভারত কাটাতারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী।
সোমবার (১৩ জানুয়ারি) নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা ভ্যান-অটো রিকশা চালক শ্রমিক দলের বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনা ২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত যেভাবে ভারতকে সুবিধা দিয়েছে সেই সুবিধার কারণে স্বাধীন দেশের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায় সেটা না করে জোর করে কাটাতারের বেড়া লাগিয়েছে। আপনাদেরকে আমরা বলে রাখি যে, ১৬০টি জায়গায় শেখ হাসিনার শুধুমাত্র সুবিধা দেয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দূর্বল করে সেই ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে।
তিনি বলেন, আমাদের যে সীমান্ত ৪ হাজারের ৬‘শ কিলোমিটার তার মধ্যে তিন হাজারের বেশি কিলোমিটার জুড়ে কাটাতারের বেড়া দেয়া হয়েছে…৮‘শ ৫৬ টু ৮‘শ ৫৭ কিলোমিটার কাটাতারের বেড়া বাকি আছে। আন্তর্জাতিক যে নিয়মনীতি এবং দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে, আলাপ-আলোচনা হয়েছে সেটাও মানছে না। যে শূন্য রেখা থেকে ১৫০ গজ সীমানার মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না… হতে গেলেও দুই দেশের মধ্যে আলাপ-আলোচনা করতে হবে… সেটাও না মেনে তারা কাটা তারের বেড়া দেয়ার চেষ্টা করেছে লারমনিরহাটসহ বিভিন্ন জায়গায়।
৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রিকশা-ভ্যান-অটো রিকশার চালকদের ভূমিকা ও আত্মত্যাগ এবং আহত হওয়ার বী্রত্বের কথাও স্মরণ করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তাদের পাশে থাকার অঙ্গীকারের কথাও পূনর্ব্যক্ত করেন রিজভী।
আলমগীর হোসেন মন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুবুর রহমান সমুন, আবদুস সাত্তার পাটোয়ারিসহ অটো রিকসা ভ্যান শ্রমিকরা বক্তব্য রাখেন।
খুলনা গেজেট/এনএম
The post হাসিনার যোগসাজশে সীমান্তে বেড়া দিয়েছে ভারত : রিজভী appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024