10:52 pm, Monday, 13 January 2025

বাবা হারালেন নির্মাতা রায়হান রাফী

চলচ্চিত্র পরিচালক রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী মারা গেছেন। রোববার দিবাগত রাত পৌনে তিনটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। রাফীর বাবার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিত্রনায়িকা তমা মির্জা।

৭৫ বছর সিরাজ উদ্দিন চৌধুরী বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। দুই বছর আগে একবার হার্ট অ্যাটাক হয়েছিল তার। তারপর থেকে চিকিৎসকের পরামর্শ মেনেই তিনি জীবন যাপন করছিলেন। এছাড়া তিনি ডায়াবেটিসেও আক্রান্ত ছিলেন।

তমা বলেন, ‘রোববার বিকেলে রাফীর বাবা হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে দ্রুত গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তারপর সেখানকার চিকিৎসকদের পরামর্শে আমরা আংকেলকে নিয়ে আরেকটি হাসপাতালে যাই। সন্ধ্যায় সেখানে তাকে ভর্তি করানোর পর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দ্রুত আইসিইউ হয়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্টে নেওয়ার ঘণ্টা তিনেকের মধ্যে চিকিৎসক আংকেলের মৃত্যুসংবাদ আমাদের জানান।’

তমা মির্জা জানান, রাফীরা তিন বোন ও এক ভাই। দুই বোন যুক্তরাজ্যে থাকেন। আরেকজন সিলেটে। এক বোন দুই সপ্তাহ আগে বাংলাদেশে এসেছেন। আংকেলকে সিলেটে ওনাদের পারিবারিক কবরস্থানে মঙ্গলবার দাফন করা হবে।

শুরুর দিকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও গানের ভিডিও বানালেও চলচ্চিত্র বানিয়ে সবচেয়ে বেশি পরিচিতি পান রায়হান রাফী। প্রথম চলচ্চিত্র ‘পোড়ামন ২’ বানিয়ে নিজেকে সবার কাছে পরিচিত করে তোলেন তিনি। এই পরিচালকের সর্বশেষ চলচ্চিত্র ‘তুফান’, যা গত বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল ছবি।

খুলনা গেজেট/এএজে

The post বাবা হারালেন নির্মাতা রায়হান রাফী appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.

Tag :

বাবা হারালেন নির্মাতা রায়হান রাফী

Update Time : 05:07:29 pm, Monday, 13 January 2025

চলচ্চিত্র পরিচালক রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী মারা গেছেন। রোববার দিবাগত রাত পৌনে তিনটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। রাফীর বাবার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিত্রনায়িকা তমা মির্জা।

৭৫ বছর সিরাজ উদ্দিন চৌধুরী বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। দুই বছর আগে একবার হার্ট অ্যাটাক হয়েছিল তার। তারপর থেকে চিকিৎসকের পরামর্শ মেনেই তিনি জীবন যাপন করছিলেন। এছাড়া তিনি ডায়াবেটিসেও আক্রান্ত ছিলেন।

তমা বলেন, ‘রোববার বিকেলে রাফীর বাবা হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে দ্রুত গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তারপর সেখানকার চিকিৎসকদের পরামর্শে আমরা আংকেলকে নিয়ে আরেকটি হাসপাতালে যাই। সন্ধ্যায় সেখানে তাকে ভর্তি করানোর পর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দ্রুত আইসিইউ হয়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্টে নেওয়ার ঘণ্টা তিনেকের মধ্যে চিকিৎসক আংকেলের মৃত্যুসংবাদ আমাদের জানান।’

তমা মির্জা জানান, রাফীরা তিন বোন ও এক ভাই। দুই বোন যুক্তরাজ্যে থাকেন। আরেকজন সিলেটে। এক বোন দুই সপ্তাহ আগে বাংলাদেশে এসেছেন। আংকেলকে সিলেটে ওনাদের পারিবারিক কবরস্থানে মঙ্গলবার দাফন করা হবে।

শুরুর দিকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও গানের ভিডিও বানালেও চলচ্চিত্র বানিয়ে সবচেয়ে বেশি পরিচিতি পান রায়হান রাফী। প্রথম চলচ্চিত্র ‘পোড়ামন ২’ বানিয়ে নিজেকে সবার কাছে পরিচিত করে তোলেন তিনি। এই পরিচালকের সর্বশেষ চলচ্চিত্র ‘তুফান’, যা গত বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল ছবি।

খুলনা গেজেট/এএজে

The post বাবা হারালেন নির্মাতা রায়হান রাফী appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.