খুলনা-পাইকগাছা মহাসড়কের পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।
নিহতেরা হলেন, কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা এলাকার আবুল শেখ এর ছেলে রুহুল আমিন (৩০) ও মালত গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩০) ও মোটর সাইকেল চালক মো: হুসাইন (২২) নামে একজন আহত হয়েছে। আহত হুসাইন কয়রার আমাদীর হরিনগর গ্রামের আব্দুস সালাম গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (১৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় গো-খাদ্য বিচুলী বোঝাই একটি ইঞ্জিন ভ্যানকে অতিক্রম করার সময় পরষ্পর বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরমধ্যে রুহুল আমিন ও ফিরোজ পাইকগাছা মাছকাটায় কাজ শেষে বাড়ি ফিরছিল। অন্যদিকে হুসাইন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক পাইকগাছা অভিমুখে ফিরছিল। এতে সাইকেল দুটির চালক ও আরোহীরা গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এর মধ্যে রুহুল আমিন ও ফিরোজকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেলে স্থানান্তর করার হয়। সেখানে তাদের ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছ।
খুলনা গেজেট/ টিএ
The post দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.