সাতক্ষীরার আশাশুনিতে পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বেলা পৌনে ৩ টার দিকে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মৃতের নাম মোহাম্মদ আলী গাজী (৭২)। তিনি আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মৃত মোহর আলী গাজীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মৃগীরোগে ভুগছিলেন।
মৃতের পারিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃদ্ধ মোহাম্মদ আলী সোমবার দুপুরে তাদের বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। গোসল করা অবস্থায় তার মৃগীরোগ শুরু হলে পানিতে ডুবে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খুলনা গেজেট/ টিএ
The post আশাশুনিতে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.