রফতানিকারকদের মতোই রফতানি সহায়কদের মার্কিন ডলার ধরে রাখার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রফতানি সহায়করা (বায়িং এজেন্টরা) তাদের আয় থেকে এই ডলার সংরক্ষণ করতে পারবেন। সোমবার (১৩ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করছে বাংলাদেশ ব্যাংক।
বর্তমানে রফতানিকারকরা এক্সপোর্ট রিটেশন কোটা (ইআরকিউ) হিসাবে রফতানির আয় ধরে রাখতে পারেন, একইভাবে তা এজেন্ট রিটেনশন কোটা (এআরকিউ) হিসাবে সংরক্ষণ করার অনুমতি… বিস্তারিত