আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে জায়গা পেয়েছেন জাকের আলি অনিক। যা তার কাছে খানিকটা প্রত্যাশিতই ছিল। কারণ শুধু ওয়ানডে নয়, তিন ফরম্যাটেই এখন দলের নিয়মিত মুখ এই উইকেটকিপার ব্যাটার।
আজ সোমবার সিলেটে বিপিএলের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন জাকের। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় তিন ফরম্যাটে কীভাবে নিজেকে মানিয়ে নিচ্ছেন জাকের। জবাবে তিনি বলেন, ‘তেমন কিছু না। এটা মাইন্ডসেটের ব্যাপার। সেভাবে সুইচ করার চেষ্টা করি।’
এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জাকের বলেন, ‘আপাতত বিপিএলেই নজর রাখছি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। সেখানে অবশ্যই আমার রোল অনুযায়ী সেরাটা দিয়ে পারফর্ম করার চেষ্টা থাকবে, ইনশাল্লাহ।’
আজ সিলেট জয় না পেলেও জাকের ২৩ বলে ৪৭ রান করেন। এই ইনিংস নিয়ে তিনি বলেন, ‘কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। প্রয়োজনীয় রানরেট প্রায় ১৫ তে চলে গিয়েছিল। টপ অর্ডার থেকে আরেকটু চালিয়ে খেলতে পারলে হয়তো ভালো হতো। প্রতিদিন ভালো করছে টপ অর্ডার, আজ হয়ত পারেনি।’
মাঝের ৬ থেকে ১১ ওভারে মাত্র একটা বাউন্ডারি মারতে পেরেছে সিলেট। এ নিয়ে জাকের বলেন, ‘সেটাই আমিও বলছিলাম। ওদের মাইন্ডে কী চলছিল ওরাই জানে। একটু কম হয়ে গেছে। সেখানে আরও ১০-১৫ রান বেশি হলে…কাছাকাছিই চলে এসেছিলাম। ব্যাটিং প্রায় ভালোই হচ্ছে প্রতি ম্যাচে। বোলিং আরো ধারাবাহিক হলে আরো ভালো সুযোগ থাকবে।’
The post তিন ফরম্যাটেই খেলা নিয়ে যা বললেন জাকের appeared first on Bangladesher Khela.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024